কথাঃ অনুপম রায়
সুরঃ অনুপম রায়
অ্যালবামঃ দ্বিতীয় পুরুষ
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া আমারই অভ্যেস।
যেখানে রোদ পালানো, বিকেল বেলার ঘ্রাণ
সেখানেই ছুটবো ভাবি, গিলব গল্প ভুল হবে বানান।
এই বুঝি ফস্কালো হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই, তোর কেউ নেই।
যেভাবে অনেক চিঠি বাক্স ভেঙে ডাকে
কিভাবে কাজে ফাঁকি সামলে রাখি অনেক ভিড়ের ফাঁকে।
যেভাবে ভাঙলো একদিন বোকার মত ভুল
সেভাবেই পিছল রাতে ভিজল চুলে আমাদের আঙুল।
এই বুঝি ফস্কালো হাত আর কালো রাত
করে সময় গেল আয়োজনে।
প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো
অনেক ঝড়ের শব্দ শোনে
একবার বল নেই, তোর কেউ নেই।