কথাঃ মৌসুমি
সুরঃ আরফিন রুমী
সংগীতঃ আরফিন রুমী
মুভিঃ ছায়া-ছবি
মন যা বলে বলুক, আমি তোমারই হবো।
চোখ যা দ্যাখে দেখুক, আমি তোমাকেই দেখবো।
ওই মন যা বলে বলুক,চোখ যা দ্যাখে দেখুক,
আমি জ্বলবো পুড়বো, মরবো।
হলে এলোমেলো, আমার জীবন
ছায়া দেখবে তোমারই মতোন
হলে এলোমেলো,আমার জীবন
ছায়া দেখবে তোমারই মতোন
দেবে কি জ্বেলে আলো,বাসবো ভালো।
মন যা বলে বলুক,চোখ যা দ্যাখে দেখুক,
আমি তোমাকেই দেখবো।
মন যা বলে বলুক,চোখ যা দ্যাখে দেখুক,
আমি শুধু তোমারই হবো(৩)
রাতের আঁধারকে ছুঁয়ে দিলে, এই লগনে পূর্ণিমা রাতে
রাতের আঁধারকে ছুঁয়ে দিলে, এই লগনে পূর্ণিমা রাতে।
নরম পালকে সাজাবো বাসর।
মন যা বলে বলুক,চোখ যা দ্যাখে দেখুক,
আমি তোমাকেই দেখবো ।
মন যা বলে বলুক,আমি তোমারই হবো
চোখ যা দ্যাখে দেখুক,আমি তোমাকেই দেখবো।
ওই মন যা বলে বলুক,চোখ যা দ্যাখে দেখুক,
আমি জ্বলবো পুড়বো, মরবো।