ফেরারি মন লিরিক্স - Song Lyrics | গানের কথা

728x90 AdSpace

Trending

ফেরারি মন লিরিক্স



কন্ঠঃ শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয়

কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্য

সুরঃ শান্তনু মৈত্র

মুভিঃ অন্তহীন



আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
ধীরে ধীরে মন ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছুটান ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন

চেনাশোনা মুখ জানাশোনা হাত রেখে যায়
ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙ্গিন
নুরিরি মতন
ছোট ছোট রাত চেনা মনটার
পলাশের বন আহা
অগোছালো ঘর
খড়কুটোময় চিলেকোঠা কোণ
আহা হা হা আহা (২)

কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
কিছু মিছু রাত পিছু পিছুটান অবিকল
আলো আলো রং জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন

গুড়ো গুড়ো নীল রং পেনসিল
জোছোনার জল
ঝুরো ঝুরো কাচ আগুন ছোঁয়া
ঢেকেছে আঁচল আহা
ফুঠপাথ ভিড় জাহাজের ডাক
ফিরে চলে যায়
আহা হা হা আহা (২)
কথা ছিল হেটে যাবো ছায়াপথ
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সে টেলিফোন

আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায়
চেনাশোনা মুখ জানাশোনা হাত ছুয়ে যায়
আজও আছে গোপন
ফেরারি মন
বেজে গেছে কখন
সে টেলিফোন
ফেরারি মন লিরিক্স Reviewed by Anonymous on January 10, 2015 Rating: 5 কন্ঠঃ শ্রেয়া ঘোষাল, বাবুল সুপ্রিয় কথাঃ অনিন্দ্য চট্টোপাধ্যায়/চন্দ্রীল ভট্টাচার্য সুরঃ শান্তনু মৈত্র মুভিঃ অন্তহীন আলো আলো ...