নীলাঞ্জনা (দুলছে হাওয়ায়) লিরিক্স - Song Lyrics | গানের কথা

728x90 AdSpace

Trending

নীলাঞ্জনা (দুলছে হাওয়ায়) লিরিক্স


কথা, সুর ও শিল্পি : নচিকেতা


দুলছে হাওয়ায়, না না না ফুল নয়
দখিনা বাতাসে এ নাগপাশে সময় নয়
খোলা বারান্দায়, এ নির্জনতায়
সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যাবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা নীলাঞ্জনা

প্রেমিকের স্পর্শ আনবেনা শিহরণ আর ঐ মনে,
কেয়ার অফ ফুটপাত নচিকেতা দুটি হাত
শূণ্যে ছুড়বে ফাঁকা আস্ফালনে
উড়ছে মাছি, না না না অবুঝ নয়
সে আজও একা তাই ঘিরে মাছিরাই রয়
খোলা বারান্দায়, এ নির্জনতায়
সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যাবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা নীলাঞ্জনা

লাশকাটা ঘরে যদি ছেরা হয় তার বুক সঙ্গোপনে
দেখবে সেখানে রাখা বিবর্ণ একমুঠো স্বপ্ন যতনে
যে স্বপ্ন কোন কিশোরের দেয়া উপহার গানের ভাষায়
যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায়
এখন সময়, না না না রাত্রি নয়
সে আজই জীবনরাত্রি পেরিয়ে গেছে হায়
খোলা বারান্দায়, এ নির্জনতায়
সিলিংয়ের বন্ধনে, মাটির ব্যাবধানে
দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা নীলাঞ্জনা
নীলাঞ্জনা (দুলছে হাওয়ায়) লিরিক্স Reviewed by Blogger Mania on April 24, 2018 Rating: 5 কথা, সুর ও শিল্পি : নচিকেতা দুলছে হাওয়ায়, না না না ফুল নয় দখিনা বাতাসে এ নাগপাশে সময় নয় খোলা বারান্দায়, এ নির্জনতায় সিলিংয়ে...